ঘরে বসেই বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি অনলাইনে জমা দিতে চালু হয়েছে ই-চালান (ইলেক্ট্রনিক-চালান) পদ্ধতি। এখন থেকে বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি অনলাইনে জমা দেওয়া যাবে।
প্রাথমিকভাবে তিনটি সেবা প্রদানের ক্ষেত্রে (পাসপোর্ট, পুলিশের ছাড়পত্র ও জাতীয় পরিচয়পত্র) এ ব্যবস্থা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সরকারের সকল মন্ত্রণালয় বা সংস্থার সরকারি ফি আদায় কিংবা অন্যান্য সেবার কার্যক্রমকে এর আওতায় আনা হবে।
বর্তমানে শুধুমাত্র সোনালী ব্যাংকের মাধ্যমে চালানের অর্থ সরকারি কোষাগারে জমা হবে। পরবতীতে সকল বাণিজ্যিক ব্যাংকের জন্য এ সুবিধা সম্প্রসারণ করা হবে।